Attention Deficit Hyperactivity Disorder

এডিএইচডি যুক্ত বাচ্চাদের মধ্যে মনোযোগের ঘাটতি,আবেগপ্রবণতা, এবং খুব বেশি সক্রিয়তা দেখা যায়। ADHD-তে অাক্রান্ত হলে শিশুরা খুবই অমনোযোগী ও অতিমাত্রায় চঞ্চল হয়ে ওঠে। তারা পড়াশোনা করতে চায় না এবং নিজের ইচ্ছামতো চলতে ভালবাসে।

জিনগত অথবা কোনো আঘাত অথবা পরিবেশগত কারণেও এই রোগের উৎপত্তি |

বিভিন্ন ঔষধ এবং সাইকোথেরাপির সাহায্য ,বাবা মা এবং শিক্ষকদের ইতিবাচক ব্যবহারের সাহায্যে কিছুটা হলেও এই সমস্যা কাটিয়ে উঠা সম্ভব |

ডেন্টাল ইফেক্ট :

এই ধরনের বাচ্চাদের ক্যারিস এবং ডেন্টাল ট্রমা হওয়ার চান্স বেশী থাকে|

ডেন্টাল ম্যানেজমেন্ট :

১) রঙিন শিক্ষামূলক ইন্সট্রুমেন্ট ব্যবহার করুন।

২)ধীরে ধীরে আত্মবিশ্বাসের পরিবেশ তৈরি করু

ন। কথা বলুন , তাকে ইন্সট্রুমেন্ট ধরতে দিন| তার ভয় দুর করুন |

৩)সরল সহজ নির্দেশাবলী বহুবার বুঝিয়ে বলুন |

৪)দাঁত ব্রাশ করার সময়সূচী ট্র্যাক রাখতে বাড়িতে একটি দাঁত ব্রাশিং চার্ট ব্যবহার করতে দিন |

৫)দাঁত ব্রাশ করার কৌশলের পরিবর্তে দাঁত মাজার উপর জোর দিন।

৬)আপনি ভাল ফলাফলের জন্য ইতিবাচক পুরস্কার ব্যবহার করতে পারেন।টেল-শো-ডু পদ্ধতির ব্যবহার অত্যন্ত কার্যকর|

৭) বাচ্চার বাবা মা কে একই ভাবে বাড়িতে ধৈর্যের সাথে দাতের যত্ন শেখাতে হবে |

Dr. Fatema Tabassum Anam

Health Activist and Public Relations Officer

Tooth Fairy Foundation.