জামরুল /আমরুজ এর কিছু উপকারিতা

এই গ্রীষ্মকালে জামরুল অথবা আমরুজ এর দেখা মিলবে অহরহ | আজকে আমরা এই জামরুল /আমরুজ এর কিছু উপকারিতা নিয়ে বলবো যা আমরা অনেকেই জানিনা|
বুঝার সুবিধার জন্য ছবিটি একটু আলোচনা করে বুঝিয়ে দেয়া হলো|
৩টি অরগানিক উপাদান থাকে যেমন :

  • জামবোসিন
  • বিটুলিনিক এসিড
  • ফ্রিয়েডেলোল্যাকটোন
    জামবোসিন এর কাজ:
    এটি একটি এলকালোয়েড যা স্টার্চকে সুগারে পরিনত করাকে কন্ট্রোল করে এবং পেনক্রিয়াটিক একটভিটিকে কমিয়ে ডায়াবেটিস কমাতে সাহায্য করে|
    বিটুলিনিক এসিড ও ফ্রিয়েডেলোল্যাকটোন এর কাজ:
    1) ম্যালিগন্যান্ট মেলানোমা কমিয়ে দেয়
    2) ফুসফুস এবং লিভার এর ক্যান্সার কে প্রতিরোধ করে|
    সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন |

Dr. Fatema Tabassum Anam
Health Activist and Public Relations Officer
Tooth Fairy Foundation.