মাড়ির রোগ সম্পর্কে অধ্যাপক ডাঃ অনির্বাণ চ্যাটার্জি স্যারের সাক্ষাতকার

বাংলাদেশের প্রতি ১০ জনের ৯ জনই মাড়ির রোগে আক্রান্ত। এছাড়াও মাড়ির রোগের কারনে ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। মাড়ির রোগ ‘পেরিওডোন্টাইটিস’ সম্পর্কে টুথ ফেইরি ফাউন্ডেশন এর সাথে বিশেষ সাক্ষাতকারে কথা বলেছেন উপমহাদেশের প্রখ্যাত পেরিওডন্টলজিস্ট অধ্যাপক ডাঃ অনির্বাণ চ্যাটার্জি (এক্স- প্রিন্সিপ্যাল এবং বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ পেরিওডোন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্টোলজি, অক্সফোর্ড ডেন্টাল কলেজ, ব্যাঙ্গালোর, ইন্ডিয়া)। সাক্ষাতকারটি নিয়েছেন ডাঃ ফাতেমা তাবাসসুম আনাম।